Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

(১) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের অধিনে নিবন্ধন অধিদপ্তর এর সরাসরি তত্বাবধানে প্রতিটি উপজেলায় সাব রেজিস্ট্রি অফিস পরিচালিত হয়। প্রতিটি সাব-রেজিস্ট্রি অফিসের দায়িত্বে আছেন একজন সাব-রেজিস্ট্রার (প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা)। তিনি আয়ন-ব্যয়ন সহ যাবতীয় দাপ্তরিক কার্যাবলি সম্পাদনকারী সর্ব্বোচ্চ কর্মকর্তা। অফিসিয়াল কাজে সহযোগিতা করার জন্য একজন সহকারি, দুই জন মোহরার, একজন টি.সি মোহরার, একজন অফিস সহায়ক, একজন নাইট গার্ড স্থায়ী কর্মচারি হিসেবে কর্মরত আছেন। মূল ভলিয়মে কপি করার জন্য কালকিনি সাব-রেজিস্ট্রি অফিসে ১৭ জন নকল কারক (অতিরিক্ত নকলনবিস) কর্মরত আছেন। অত্র কার্যালয়ে ৬১ জন দলিল লেখক দলিল লেখার পেশায় নিয়োজিত।


(২) আমাদের কার্যক্রমঃ

     ১. রাজস্ব আদায়।

     ২. সম্পত্তির হস্তান্তর সম্পর্কিত তথ্য প্রচার।

     ৩. সরকারী অফিসে স্বত্তের দলিলের তথ্য সংরক্ষন।

     ৪. ভূমি মালিকানা সম্পর্কিত শৃঙ্খলা বজায় রাখা।